Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২০১৯-২০২০ অর্থবছরে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির জন্য দরখাস্ত আহ্বান।
বিস্তারিত

সমাজসেবা অধিদফতর কর্তৃক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০১৯-২০২০ অর্থবছরে শিক্ষা উপবৃত্তি প্রদানের জন্য বোদা উপজেলাধীন সরকার কর্তৃক স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে অধ্যয়নরত প্রকৃত প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিকট থেকে স্তর ভিত্তিক প্রাথমিক স্তর: (১ম শ্রেণী হতে ৫ম শ্রেণী/সমমান পর্যন্ত), মাধ্যমিক স্তর: (৬ষ্ঠ শ্রেণী হতে ১০ম শ্রেণী/সমমান পর্যন্ত), উচ্চ মাধ্যমিক স্তর: (একাদশ হতে দ্বাদশ শ্রেণী/সমমান পর্যন্ত), উচ্চতর স্তর: (স্নাতক হতে স্নাতকোত্তর শ্রেণী/সমমান পর্যন্ত) শর্ত স্বাপেক্ষে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। আবেদন পত্র উপজেলা সমাজসেবা কার্যালয়, বোদা, পঞ্চগড় এ পাওয়া যাবে অথবা ওয়েব ঠিকানা http://dss.boda.panchagarh.gov.bd থেকে ডাউনলোড করে প্রিন্ট করে ও ফরম ফটোকপি করেও ব্যবহার করা যাবে।

প্রকাশের তারিখ
04/03/2020
আর্কাইভ তারিখ
08/05/2020